Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

 

সাম্প্রতিক কর্মকান্ড

 

জাতীয় শিক্ষানীতি-২০১০,টেকসই উন্নয়ন অভীষ্ট (Sustainable Development Goal 2030), ৮ম  পঞ্চবার্ষিক পরিকল্পনা, বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ ও  সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে শিক্ষার প্রতিটি স্তরকে এবং New normal অবস্থাকে বিবেচনা করে জাতীয় উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে সার্বিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। নিম্নে  সাম্প্রতিক কর্মকান্ড তুলে ধরা হলো। 

  1. ইংরেজী বছরের প্রথম দিন  বই বিতরন।
  2. বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার এম.পি.ও আবেদন অগ্রায়ণ
  3. শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন।
  4. মাল্টিমিডিয়া ক্লাস মনিটরিং।
  5. IMS, ISAS, PBM ইত্যাদি কাযর্ক্রম যথাযথ সম্পাদনের ব্যবস্থাকরণ।
  6. সৃজনশীল মেধা অন্বেষন বাস্তবায়ন
  7.  জাতীয় শিক্ষা সপ্তাহ বাস্তবায়ন
  8. উপবৃত্তি কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে সকল কার্যক্রম পরিচালনা  এবং  মনিটরিং ।
  9. EMIS , BANBEIS তথ্য হালনাগাদ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা ।
  10. পাবলিক পরীক্ষা সমূহ তদারকি করা, ও প্রশ্নপত্র  প্রেরনে সহায়তা করা।      
  11. বিভিন্ন দিবস উদযাপনে  অংশগ্রহন করা।
  12. উন্নয়ন মেলা, বিজ্ঞান মেলা সহ আন্যান্য সকল  অনুষ্ঠানের আয়োজন করা।
  13. বেসরকারি কলেজও  স্কুল এবং মাদ্রাসার   অনলাইন এমপিও কার্যক্রম বাস্তবায়ন।
  14. বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি,বরুড়া, কুমিল্লা এর খেলাধূলা কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন।
  15. আন্তর্জাতিক দিবসসমূহ যথাযথ মর্যাদার সাথে পালন।
  16. দূর্নীতি, ইভটিজিং ,বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, বৃক্ষরোপন সপ্তাহ উদযাপন এবং নারী শিক্ষার গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি।
  17. শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন।
  18. শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধূ ও মুক্তিযুদ্ধ বিষয়ক কর্ণার স্থাপন ।
  19. ওয়েব পোর্টাল হালনাগাদ করণ ।
  20. ই-নথি ব্যবহার ।
  21. শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মত বিনিময় সভা আয়োজন